গুলিস্তানে পুলিশের ওপর হামলার দায় শিকার করেছে আইএস

গতকাল ২৯ এপ্রিল সোমবার রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর হামলা চালানোর দাবি করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স গতকাল সোমবার মধ্যরাতে এই তথ্য প্রকাশ করেছে।

কিন্তু কখন এই হামলা চালানো হয়েছে বা এতে হতাহতের সংখ্যা কত তা জানায়নি সাইট।

এর আগে গতকাল সোমবার রাত পৌনে ৮টার দিকে গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) ও কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।

এ ব্যাপারে ট্রাফিক মতিঝিল জোনের সহকারী কমিশনার মো. বজলুর রশিদ জানান, সন্ধ্যায় গুলিস্থান ডন প্লাজার সামনে দায়িত্বে ছিলেন আহত ব্যক্তিরা। হঠাৎ ওপর থেকে একটি শক্তিশালী ককটেল তাদের সামনে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এ সময় এই কর্মকর্তা আরো জানান, নজরুলের মাথার পেছনে এবং বাকি দু’জনের পিঠে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।