ঘরে বসেই ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, টিকিট ভোগান্তি কমাতে চলতি মাসেই অ্যাপস চালু করা হবে। আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট কমলাপুরের বাইরেও পাওয়া যাবে।

শুক্রবার (৫ মার্চ) কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, কমলাপুর স্টেশনে টিকিট কিনতে যাত্রীদের দীর্ঘলাইন থাকে। স্টেশন একটা বাজারে রূপ নেয়। যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে চলতি মাসে অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে ঘরে বসেই সবাই টিকিট কিনতে পারবেন।

নুরুল ইসলাম বলেন, ঈদযাত্রার আগাম টিকিট বিক্রিতে যাত্রীর ভোগান্তি কমাতে শুধু কমলাপুর না, এর বাইরেও টিকিট বিক্রির পরিকল্পনা আছে। সে সময় হয়তো আমরা টিএসসি, সায়েদাবাদ বা রেল ভবনসহ কয়েকটি স্থান বেঁচে নেব।

মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে মোট ৭২টি ট্রেন চুক্তিভিত্তিক বেসরকারিভাবে পরিচালনা করা হচ্ছে। তাদের চুক্তির মেয়াদ শেষ হলেই নতুন করে আর কোনো চুক্তি করা হবে না। রেলওয়ে থেকেই আমরা ওই ট্রেনগুলো পরিচালনা করবো।

রেলমন্ত্রী বলেন, কমলাপুর স্টেশনে বিনা টিকিটে প্রবেশসহ নানা অভিযোগ আছে। আমরা খুব শিগগির ছোট ছোট সব প্রবেশ পথ বন্ধ করে দেব। একইসঙ্গে বিনা টিকিটে ট্রেন ভ্রমণে জরিমানা অব্যাহত থাকবে।

আগামী এক বছরে ট্রেনে সাড়ে ৫০০ বগি, ১০০টি ইঞ্জিন এবং ২৫০টি কোচ আসবে আসবে বলে জানান মন্ত্রী।