চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাল্যবিবাহ নারী-শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক

মিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুরে বাল্যবিবাহ নারী-শিশু নির্যাতন, পাচার, যৌতুক ও যৌনহয়রানি প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে উঠান বৈঠক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই উঠান বৈঠক হয়। দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান, সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, দামুড়হুদা মডেল থানার এসআই কাইয়ুম, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার, সদর ইউপি সদস্য মরজেম হোসেন, সাবেক সদস্য মোজাফার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়ুব আলী, আওয়ামীলীগ নেতা আঃ জব্বার, আঃ হান্নান, মিলন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান সংক্ষিপ্ত আলোচনায় বলেন, বাল্য বিবাহ,নারী-শিশু নির্যাতন, পাচার ও যৌন হয়রানি বাংলাদেশের উন্নয়নের জন্য অভিশাপ। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ সাল কে বাস্তবায়নের লক্ষে দেশের উন্নয়নে এসকল জঘন্য বিষয় কে প্রতিহত করে দেশের উন্নয়নে সকল কেই ভুমিকা রাখতে হবে। তাহলেই বাংলাদেশ উন্নত রাষ্টে পরিণত হবে।