ছক্কা তান্ডব চালিয়েছিলেন ওয়াটশন

২০০৭ সালে মেথু হেইডেন নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের মারকাট এক ইনিংস খেলেছিলেন। এটিই ছিল কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

তবে অস্ট্রেলিয়ান এই তারকার রেকর্ড ভেঙে দিয়েছিলেন শেন ওয়াটশন। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচে ১৮৫ রান করেছিলেন এই অজি ওপেনার। বল প্রয়োজন হয়েছিল মাত্র ৯৬টি। ম্যাচে ছক্কা মেরেছিলেন ১৫টি আর চার মেরেছিলেন ১৫টি।

এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২২৯ রান করেছিল। মুশফিক এই ম্যাচে ৮১ রান করেছিলেন। জবাব দিতে মাত্র ২৬ ওভারেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ওয়াটশন এই ম্যাচে দানবীয় ব্যাটিং করেন।

উল্লেখ্য যে, ২০১১ সালের আজকের এই দিনেই সেই ম্যাচটি হয়েছিল যেখানে বাংলাদেশের বিপক্ষে এই রেকর্ড গড়েন ওয়াটশন।