জৈন্তাপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মোঃ শোয়েব আহমদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জৈন্তাপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত।

গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১২টায় জেলা তথ্য অফিস সিলেটের আয়োজনে জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে জেলা তথ্য অফিস সিলেটের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামালআহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ইমরান আহমদ সরকারি মহিলাডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাহির, চিকনাগুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এ.কে.এম আজাদ ভূইয়া, আবাসিক মেডিকেল অফিসার সৃবল চন্দ্র বর্মণ, প্রধান শিক্ষক আলতাফুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় শিশুও নারী অধিকার, শিশুর যথাযথ বিকাশ, আটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ান, নারীর সামাজিক নিরাপত্তা, শিশুরপানিতে ডোবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ওশিশুর সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন,মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে নানামূখী আলোচনা হয়।