টানা অষ্টম লিগ শিরোপা জিতল জুভেন্টাস

ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে প্রথম শিরোপার লড়াইয়ের ইতি ঘটল ইতালিয়ান সিরিএ তে। আর এই শিরোপা জিতে নিয়েছে জুভেন্টাস। লিগে এটি তাদের রেকর্ড টানা অষ্টম শিরোপা। গতরাতে ফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে জুভেন্টাস।

ম্যাচের শুরুটা হয়েছিল অবশ্য অন্যরকম। নিকোলা মিলেনকোভিচের গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই। তবে ৩৭ মিনিটে আলেক্স সান্দ্রোর গোলে সমতায় ফেরে জুভেন্টাস। এরপর ৫৩ মিনিটে ফিওরেন্তিনা তারকা জার্মান পাজেল্লার আত্মঘাতীয় গোলে এগিয়ে যায় জুভেন্টাস এবং এটাই ফলনির্ধারক গোল হয়ে যায়।

এটি ছিল জুভেন্টাসের টানা অষ্টম লিগ শিরোপা। ইউরোপের সেরা পাঁচটি লিগের কোন দলই টানা আটবার চ্যাম্পিয়ন হতে পারেনি। টানা সাত বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছ লিওর।