টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়ন হয়ে বড় অংকের অর্থ পুরস্কার পেল ভারত

এপ্রিলের ১ তারিখে আইসিসির হিসেবে টেস্টের বছর শেষ হয়। এরই ফলে শেষ হয়েছে আরো একটি বছর। আইসিসির নিয়ম অনুযায়ী টেস্টে একদলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়ে থাকে। সেই হিসেবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত।

যার ফলে তারা পেয়েছে একটি সুরম্য ট্রফি এবং সেই সাথে ১০ লাখ ডলারের অর্থ পুরস্কারও পেয়েছে ভারত। টেস্টে শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১৬। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আরও একটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলাম আমরা। নিশ্চিতভাবেই এটার জন্য আমরা গর্বিত। এই ফরম্যাটে আমাদের দল খুব ভালো খেলেছে।’

তিনি আরো বলেন, ‘একই সঙ্গে বছর শেষে যখন আমরা টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে, তখন এটা আমাদেরকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে। আমরা সবাই জানি, এই ফরম্যাটে কিভাবে ভালো করতে হয় এবং কিভাবে নিজেদের এগিয়ে নিতে হয়।’

‘নিশ্চিতভাবেই বলতে পারি, আমাদের দলের গভিরতা অনেক বেশি। আমি নিশ্চিত, এই গভীরতাই আমাদেরকে আজ এ অবস্থানে এনে দাঁড় করিয়েছে।’-যোগ করেন কোহলি।