ডিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি যাদের

শেষ হয়েছে ডিপিএলের এবারের আসর। এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। আবাহনীর সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় হয়েছে লিজেন্ড অব রুপগঞ্জ।

এই টুর্নামেন্টে আবাহনীর শেষ ম্যাচে রীতিমত ব্যাটিং ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে লিষ্ট এ ক্রিকেটে করেছেন ডাবল সেঞ্চুরি।

পুরো টুর্নামেন্ট জুরে আলো ছড়িয়েছেন অনেক ব্যাটসম্যানই। সেঞ্চুরি এসেছে অনেক গুলো। তবে কোন তারকা কতগুলো সেঞ্চুরি করেছে চলুন দেখি।

১. ফজলে মাহমুদ (ব্রাদার্স ইউনিয়ন)- ৩টি।

২. জহুরুল ইসলাম (আবাহনী লিমিটেড)- ৩টি।

৩. এনামুল হক বিজয় (প্রাইম ব্যাংক)- ৩টি।

৪. মোহাম্মদ নাঈম (রুপগঞ্জ)- ৩টি।

৫. সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর)- ৩টি।

৬. মেহেদী মারুফ (রুপগঞ্জ)- ২টি।

৭. মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন)- ২টি।

৮. সৌম্য সরকার (আবাহনী)- ২টি।

৯. নাঈম ইসলাম (রুপগঞ্জ)- ২টি।

এছাড়া সাব্বির, ইমরুল, ইয়াসির, নাফিস, মোসাদ্দেক, নাসিররা একটা করে সেঞ্চুরি করেছেন।