তাসকিনকে আশার বাণী শোনালেন ওয়ালশ

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। আর সেই দলে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ।

বিশ্বকাপের পাশাপাশি আয়ারল্যান্ড সফরের দলেও জায়গা পাননি তাসকিন। তবে তাসকিনের এখনো সব শেষ হয়ে যায়নি। এমনকি নিজেকে ফিট রেখে খেলা চালিয়ে গেলে বিশ্বকাপ দলে তার সুযোগ আসতে পারে বলেই মনে করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওর তো নিউজিল্যান্ড সফরেই থাকার কথা ছিল। ওকে ম্যাচের জন্য ফিট করাই হবে আমার কাজ। সে এই মুহূর্তে চোটে নেই। সমস্যা ম্যাচ ফিটনেসের। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে খেলতে দেখতে পেলে তো ভালো হতো, এটিই হচ্ছে তাকে নিয়ে যথাযথ মন্তব্য। কিন্তু দল নির্বাচন হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘তাকে চেষ্টা করে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে। বল করে করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। যেকোনো কিছুই হতে পারে। এখন সে বিশ্বকাপ দলে নেই, কেউ যদি চোটে পড়ে, তাকে ডাকা হতে পারে সবার আগে। তাকেও আমাদের তৈরি রাখতে হবে।’