তিন সিটিতে ইভিএমে ভোট, রাতে ব্যালট ভরে রাখার কোনো সুযোগ নেই: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সিটির ওই নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) নির্বাচন কমিশনের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, আগামী বছর ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সিটির ওই নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে। ব্যালট পেপারের চেয়ে ইভিএমে ভোট হলে ঝামেলা কম। আগের রাতে ব্যালট ভরে রাখার কোনো সুযোগ নেই।

হেলালুদ্দীন আহমদ বলেন, তিন সিটির ভোট একদিন অনুষ্ঠিত হতে পারে। একদিনে ভোটগ্রহণের চিন্তা-চেতনা আমাদের আছে। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত পাকাপাকি হয়নি। এমনকি কমিশন সভায়ও আলোচনা হয়নি।