দুই ধনঞ্জয়ার তুলনায় অদ্ভুত যুক্তি দিলেন লঙ্কান নির্বাচক

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৮ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর সেই স্কোয়াডে জায়গা হয়নি আকিলা ধনাঞ্জয়া। অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

যদিও ওয়ানডে ক্রিকেটে আকিলা ধনঞ্জয়ার অভিজ্ঞতা ধনঞ্জয়া ডি সিলভার চেয়েও বেশি। কিন্তু এরপরেও বিশ্বকাপ দলে জায়গা পাননি আকিলা ধনাঞ্জয়া। অন্যদিকে জায়গা করে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।

এদিকে আকিলা ধনঞ্জয়াকে বিশ্বকাপ স্কোয়াডে না নিয়ে ধনঞ্জয়া ডি সিলভাকে নেওয়ার কারণ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধান নির্বাচক আশান্থা ডি মেল।

তিনি বলেন, ‘প্রতি ২৬ বলে ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট পেয়েছে। অন্যদিকে আকিলা ধনঞ্জয়ার একটি উইকেট পেতে ৫০ বলের প্রয়োজন হয়।’

কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। আকিলা ৩৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৮টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে ধনঞ্জয়া ডি সিলভা ৩২টি ম্যাচ খেলে মাত্র ১৫টি উইকেট শিকার করেছেন।