দুর্দান্ত নৈপুন্যের কারণে কপাল খুলে যাচ্ছে ফরহাদ রেজার!

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে ১৮ এপ্রিল। আর এই বিশ্বকাপ দলে কে থাকবে সেটা অনেকটাই নিশ্চিত করে দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন। তবে বিশ্বকাপ স্কোয়াডে দু-একটা জায়গায় কারা আসবে সেটা দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এবার প্রধান নির্বাচক নান্নুও বললেন একই কথা। জানিয়েছেন দল ঘোষণায় আসতে পারে দুই একটা চমক। নতুন কোন খেলোয়াড়কে দলে নিয়ে চমকে দিতে পারে তারা।

এখন কথা হচ্ছে এই নতুন দুজন বা একজন যারাই আসার সম্ভাবনা আছে- তারা কারা?

প্রথমেই আসে ইয়াসির আলীর নাম। ঘরোয়া লিগে দুর্দান্ত খেলছেন তিনি। সেটাও আবার যথেষ্ট ধারাবাহিকতার সাথে। তাছাড়া দ্রুত রান তোলার ক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে এই তারকা। তাই স্বাভাবিক ভাবেই এগিয়ে আছেন তিনি। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন মোসাদ্দেকের বিশ্বকাপ দলে থাকা মোটামুটি নিশ্চিত।

দ্বিতীয় খেলোয়াড়টি হতে পারে ফরহাদ রেজা। সাম্প্রতিক সময় বল এবং ব্যাটিং দুই বিভাগেই যথেষ্ট আলো ছড়িয়েছেন তিনি। তবে ফরহাদ রেজার আসার পথটি কঠিন হতে পারে আরেকটি কারণে। সেটা হল দলে পেসার অলরাউন্ডার সাইফউদ্দিন আছেন। তাই তার আসার পথটা কিছুটা কঠিনই। কিন্তু যদি পাঁচ পেসার নিয়ে যাওয়া হয় তাহলে যথেষ্ট সম্ভাবনা আছে এই পেসারের।