দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাব্বির রহমান

আসন্ন ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের জন্য গত মঙ্গলবার বাংলাদেশের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে অনেক ঝড়ঝাপ্টা কাটিয়ে সুসময়ের দেখা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। নিষিদ্ধ থাকার পর নিউজিল্যান্ড সিরিজে ফিরেই সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন তিনি দমে যাননি।

আসন্ন ২০১৯ সালের আইসিসি ওয়ার্ল্ড কাপে সাব্বির আছেন বাংলাদেশ দলে। অবশ্য সাব্বির যে থাকবেন এটা অনুমিতই ছিল। নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত সেঞ্চুরি করে তাকে রাখার দাবি আরও জোরালো করেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সকলের দোয়া চেয়েছেন সাব্বির রহমান। গতকাল রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সকলের দোয়া চান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে সাব্বির লিখেন, ‘আমি যেন ট্রাই ন্যাশন সিরিজ ও ওয়ার্ল্ডকাপে ভালো কিছু করতে পারি এবং দেশের সম্মান রক্ষা করতে পারি সেইজন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী।’

এ সময় ভক্তদের ধন্যবাদ জানিয়ে সাব্বির লিখেন, ‘আপনাদের সকলের দোয়ায় আমি আবারো আসন্ন ওয়ার্ল্ড কাপে দলে জায়গা পেয়েছি এবং নিজেকে আবারো প্রমাণ করার সুযোগ পেয়েছি। এইজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’

এ সময় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে সাব্বির লিখেন, ‘সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নির্বাচকমণ্ডলীদেরও জানাই আন্তরিক ধন্যবাদ যে তারা আমার ওপর আস্থা রেখেছেন।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকত।