দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনও হাহাকার নেই: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ এখন গর্বিত জাতি। কারণ দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই।’

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে যশোরের মণিরামপুরে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।

দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই বলে দাবি করে এলজিআরডি মন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন গর্বিত জাতি। কারণ দেশে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই। আর আগামী প্রজন্মকে উন্নত জীবন দিতে সরকার কাজ করছে।”

তিনি বলেন, সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তাতে দেশের সকল মানুষ ভালো থাকবে, আর সেই কাজ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রীপরিষদ কাজ করছে। যারাই ষড়যন্ত্র করুক, তাদের জনগণ প্রত্যখ্যান করছে এবং করবে।