ধোনিকে এক হাত নিলেন সঞ্জয় মাঞ্জরেকার

চলতি আইপিএলে গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানকে ৪ উইকেটে হারায় চেন্নাই। এই ম্যাচে জয়ের মাধ্যমে আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে জয়ের সেঞ্চুরি করেছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

একই সঙ্গে জরিমানাও গুণতে হয়েছে ধোনিকে। মূলত ম্যাচের শেষের ওভারের ঘটনা। বেন স্টোকস শেষ ওভারের চতুর্থ বলটি কোমরের ওপরে ফুলটস করে বসেন। বলটির গতি কম থাকায় বিভ্রান্ত হয়ে নো বল দিয়ে বসেন মূল আম্পায়ার উল্লাস গান্ধে।

অন্যদিকে লেগ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড জানিয়ে দেন এটি নো বল না। আম্পায়ারের ভিন্নমত মানতে পারেননি ধোনি। আম্পায়ারদের সিদ্ধান্ত অমান্য করে মাঠে প্রবেশ করেন তিনি। এরই ফলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা হয়েছে ধোনির।

এমন ঘটনায় ধোনিকে এক হাত নিয়েছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি বলেন, ‘আমি সব সময়ই ধোনির ভক্ত। কিন্তু, তিনি যা করেছেন, তা নিয়মবিরুদ্ধ। ধোনি ভাগ্যবান যে অল্প জরিমানা দিয়েই পার পেয়ে গিয়েছেন।’