নতুন গেজেটভুক্ত কলেজে সরকারি বেতন চালুর দাবিতে মানববন্ধন

নোমান মাহমুদ, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ নতুন করে গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি কলেজে অবিলম্বে সরকারি বেতন চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ (২৪ এপ্রিল) দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাধারন শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুনভাবে গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেতন চালু করা হয়নি। এসময় শিক্ষার্থীরা নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে পরিচালিত হচ্ছে অভিযোগ করে অবিলম্বে কলেজগুলো সরকারিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান। সেইসাথে অতিদ্রুত কলেজগুলোতে সরকারি বেতন চালুর দাবি জানানো হয়।

এর আগে গত বছরের ৮ আগস্ট নতুন করে দেশের ২৭১টি কলেজ সরকারিকরণে চূরান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চূরান্ত অনুমোদনের পর গত বছরের ১২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মানববন্ধনে নতুন গেজেটভুক্ত সাভার বিশ্ববিদ্যালয় কলেজের প্রায় ৩ থেকে ৪শ সাধারণ শিক্ষার্থী অংশগ্রহন করেন।