নদীর উপর আরেক নদী

সাধারণত রাস্তার মাঝখানে যদি কোন নদী বা খাল পড়ে তাহলে দুই পাশের রাস্তার সংযোগ স্থাপনের জন্য ব্রিজ করা হয়। কিন্তু ভাবুন তো, একটি খালের উপর দিয়ে আরেকটি খালের সংযোগ স্থাপনের জন্য যদি ব্রিজ করা হয় তাহলে কেমন হবে?

তবে অদ্ভুত হলেও এমনটাই হয়েছে জার্মানীতে। জার্মানীর বার্লিন শহরের কাছাকাছি একটি শহর ম্যাগডেবার্গে রয়েছে এমনই একটি ব্রিজ যা ম্যাগডেবার্গ ব্রিজ বা ওয়াটার ব্রিজ বলে পরিচিত।

শুধু খাল দুটোই নয়। এর দ্বারা যুক্ত হয়েছে পুর্ব ও পশ্চিম জার্মানীও। বানিজ্যিক জাহাজগুলো এখন খুব সহজেই ১২ কিলোমিটার পথ কম অতিক্রম করেই রাই নদীতে ও বার্লিন বন্দরে পৌছুতে পারে।

মোটরগাড়ি, ট্রেন কিংবা অন্যান্য স্থলযানের জন্য নয়; মুলত লঞ্চ, স্টিমার, বানিজ্যিক জাহাজসহ অন্যান্য জলযান চলাচলের জন্য এই সেতুটি তৈরি করা হয়। ৯১৮ মিটার দৈর্ঘ্য, ৩৪ মিটার প্রস্থ এই সেতুতে সার্বক্ষণিক ৪.২৫ মিটার গভীর পানি থাকে যার দরুন এ সকল জলযান সহজেই চলাচল করতে পারে। এই সেতুটি তৈরি করতে প্রয়োজন হয়েছিলো ২৪ হাজার মেট্রিক টন স্টীল ও ৬৮ হাজার ঘনমিটার কংক্রিট।

দেখুন অসাধারণ এই ব্রিজটির ভিডিওটি