নলকূপে ২৮ ঘণ্টা ধরে আটকা ৮ বছরের সীমা

একটি ৬০ ফুট গভীর নলকূপে পড়ে যাওয়ার ২৮ ঘণ্টা পরেও উদ্ধার করা গেল না আট বছরের শিশু সীমাকে। তবে এখনও আশা ছাড়েনি উদ্ধারকর্মীরা। তবে মাটি ধসে পরায় বার বার বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।

এর আগে গত বুধবার ভারতের উত্তর প্রদেশের ফারুকাবাদে একটি ৬০ ফুট গভীর নলকূপে পড়ে যায় আট বছর বয়সী সীমা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। কিন্তু মাটির ধসে পড়ায় বার বার উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। উদ্ধারকাজের প্রয়োজনে উল্লেখিত নলকূপের পাশে সমান্তরাল একটি নলকূপ খুঁড়তে গেলে মাটি আর বালি ধসে বাধা সৃষ্টি করে। তিরিশ ফুট পর্যন্ত খোঁড়ার পরে হঠাৎ করেই মাটি ধসে পড়ায় দুই জওয়ান চাপা পড়েন। দড়ি নামিয়ে কোনও রকমে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

এরপর সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি দল উদ্ধারকাজে নেমেছে। তাদের সঙ্গেই রয়েছেন লক্ষ্ণৌও থেকে আসা কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ১৫ সদস্যের একটি দল।