নিজেকে ব্রাজিল সাপোর্টার দাবী করে যা বললেন ক্রিকেটার নাঈম হাসান

আজকের দিনের সবচেয়ে হট টপিক্স ছিল নাঈম হাসানের নেইমারকে ট্রল করা। পুরো সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক গরম হয়ে গিয়েছিল নাঈমের এই এক পোষ্টেই।

তবে মজার ব্যাপার হল নাঈম হাসান এই জানিয়েছেন এই পেজটি ছিল মুলত একটি ফেক পেজ। প্রথমে তিনি পোস্ট করে ফেসবুক পেজটিকে ফেক পেজ হিসেবে ঘোষণা দেন। সেই পোস্টে নাঈম হাসান নিজের আই্ডি ও অর্জিনাল ফেসবুক পেজের লিংক দিয়ে দেন।

কিন্তু ফেক পেজেই সবচেয়ে বেশি আপডেট থাকা এবং ভক্তদের সমালোচনার মুখে ফেক পেজ থেকে সেই ট্রলের পোস্ট ডিলিট হয়ে যাওয়ায় সবাই ভাবতে শুরু হবে ওইটাই নাঈম হাসানের পেজ। সেজন্য নাঈমের পোস্টে ভক্তরা তাকে ফেসবুক লাইভে আসার জন্য অনুরোধ করতে থাকে।

এর কিছুক্ষন পর নাঈম হাসান তার পেজ থেকে লাইভে আসেন এবং ভক্তদের সব কথা জানা।

নাঈম বলেন, আসসালামু আলাইকুম, আমি নাঈম হাসান। আজকে আমার লাইভে আসার কারণ হল, অনেকেই আমার নামে ফেসবুকে ফেক আই্ডি ও পেজ খুলে বিভিন্ন রকম পোস্ট করছে।

নাঈম বলেন, এটার জন্য আমি দায়ী নই। আমি এই পোস্ট করিনি। আমি নিজেও ব্রাজিল সাপোর্টার। সবচেয়ে বড় কথা হল, আমি একজন খেলোয়াড়। একজন খেলোয়াড় কখনো একজন খেলোয়াড়কে নিয়ে বাজে কমেন্ট করতে পারেনা এবং আমি এটা করিনাও। এজন্য আমি লাইভে এসেছি।

একই সাথে যারা ফেসবুকে এই ফেক আইডি এবং পেজ খুলেছে তাদের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন নাইম।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানেই