নিজ বাড়িতে গুলি করে ভারতীয় সেনাকে হত্যা

গত ১৪ ফেব্রুয়ারি ভারতের একটি আধাসামরিক বাহিনীর ওপর এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় ৪৮ জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও সাত জওয়ান আত্মহত্যা এবং অন্তঃকোন্দলে আরও তিনজন নিহত হন। বেসামরিক লোকদের মধ্যে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সাতজন, সীমান্তে গোলাবিনিময়ে ছয় ও গ্রেনেড ও আইইডি বিস্ফোরণে আরও চারজন নিহত হন।

আর এই রেশ কাটতে না কাটতে কাশ্মীরে এক সেনা সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। উত্তর কাশ্মীরের ওয়ারপোরা গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিহত সেনা সদস্যের নাম মোহাম্মদ রফিক ইয়াতু। তিনি ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তাকে গুলি ছোঁড়া হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ রফিক ৭ বছর আগে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। দেশটির পুলিশের এক মুখপাত্র জানায়, কাশ্মীরের বিদ্রোহীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনার মামলা ও তদন্ত শুরু হয়েছে বলে খবরে বলা হয়েছে। এছাড়া ওই অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।