পন্থকে বাদ দিয়ে কার্তিককে দলে নেওয়ার কারণ জানালেন ভারতীয় নির্বাচক

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

সেই দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। অন্যদিকে জায়গা পাননি তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। পন্থকে হারিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিলেন কার্তিক।

মূলত চাপের মুখে বেশ কয়েকবার কার্তিক ম্যাচ বের করে এনেছে বলেই তাকে বিশ্বকাপ দলে জায়গা দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। কলম্বোতে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খাদের কিনারা থেকে ম্যাচ জিতিয়েছেন কার্তিক।

৮ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়াও বেশ কয়েকবার চাপের মুখে দলকে জিতিয়েছেন তিনি। আর এ কারণেই ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভারতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ বলেন, ‘চাপের মুখে বেশ কয়েকবার ম্যাচ বের করেছে কার্তিক।’