পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করলো বাংলাদেশ

আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। আর আসন্ন সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্ট্যান্ডবাই হিসেবে আরো সাতজন ক্রিকেটারকে রাখা হয়েছে।

সিরিজের প্রথম তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায়। আর বাকি ম্যাচগুলো খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ এপ্রিল ফতুল্লায় দুটি তিন দিনের ম্যাচের প্রথমটি দিয়ে শুরু হবে এই সিরিজ। এরপর মে মাসের ৫ তারিখ খুলনায় তিন দিনের ম্যাচের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আগামী ১০ মে খলনায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুইটি ম্যাচও খুলনায় অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ মে ও ১৫ মে।

১৫ সদস্যের বাংলাদেশ দলঃ মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জনি, সোহাগ আলী, রিশাদ খান (অধিনায়ক), আইছ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বী (সহ-অধিনায়ক), আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, সামসুল ইসলাম, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান।

স্ট্যান্ডবাইঃ আমির হোসেন, খালিদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মো. সজীব আহমেদ, নাসিম ইসলাম ও জি.এম তাহজিবুল ইসলাম।