পাকিস্তানের যেসব যুদ্ধবিমান ভারতের জন্য হুমকি

ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমানের বাবা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সিমখুত্তি বর্তমান বলেছেন, পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ও এএমআরএএএম ক্ষেপণাস্ত্র ভারতের জন্য সত্যিকারের হুমকি।-খবর দ্য দিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল।

বুধবার (৫ এপ্রিল) মাদ্রাজের ভারতীয় ইনস্টিটিউট অব টেকনোলজিতে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় বলে খ্যাত ভাওয়ালপুরের দিকে বিমানবাহিনীর সাতটি যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল। পাকিস্তান ভেবেছিল, আমরা ভাওয়ালপুরে হামলার পথে রয়েছি। কাজেই ভারতীয় যুদ্ধবিমানকে তারা ব্যস্ত রাখতে এফ-১৬ পাঠিয়েছিল পাকিস্তান।

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সিমখুত্তি বর্তমান বলেন, পাকিস্তান খুবই সতর্ক ছিল। তারা জানত যে ভারতীয় হামলা আসছে। কিন্তু ভারতীয় বিমানবাহিনী তাদের লক্ষ্য অর্জনে সফল হয়নি।

তিনি আরও বলেন, ‘কাজেই যখন আমরা বালাকোটের দিকে যাচ্ছিলাম, তখন নিশ্চিত হওয়া দরকার ছিল যে এফ-১৬ অন্যপথে রয়েছে।’