পাঞ্জাবের হয়ে আইপিএল মাতাবেন আইসল্যান্ডের ‘রহস্য স্পিনার’

চলতি আইপিএলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলের নিলামে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যের স্পিনারকে ৮.৪০ কোটি রুপিতে দলে ভাড়ায় তারা। আর তিনি হচ্ছেন তামিলনাড়ুর খেলোয়াড় বরুন চক্রবর্তী।

অফ স্পিন, লেগ ব্রেক, গুগলি, ক্যারাম বল, ফ্লিপার, টপ স্পিন এবং ব্যাটসম্যানের পায়ের পাতা লক্ষ্য করে দেয়া স্লাইডার আর্ম ইয়র্ক- এই সাত ধরণের বোলিং করতে পারেন বরুন। তাইতো তাকে এত দামে কিনে নেই পাঞ্জাব। এদিকে আইসল্যান্ডের রহস্য স্পিনার কাট জনসনকে তাকে দলে নিয়েছে।

এরই মধ্যে পাঞ্জাবের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। চলতি সপ্তাহেই তার আইপিএলে অভিষেক হতে পারে। আর যদি এমনটি হয় তাহলে নর্দিক দেশগুলোর মধ্য থেকে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার গৌরব অর্জন করবেন কাট।

কাট বলেন, ‘এটা অবিশ্বাস্য! আমার কম্পিউটারে আইপিএল দেখা থেকে এখন প্রথম নর্দিক ক্রিকেটার হিসেবে মাঠে খেলা। আমার সুদূরতম স্বপ্নগুলোর একটি। আমি প্রস্তুত, অপেক্ষার তর সইছে না।’