প্রথম বাংলাদেশি হিসেবে প্রমীলা ফ্র্যাঞ্চাইজি লিগে জাহানারা আলম

গত বছর থেকেই আইপিএল চলাকালীন নারী ক্রিকেটের প্রচার ও প্রসারের জন্য নারী ক্রিকেটারদের নিয়ে ‘উইম্যান টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামক টুর্নামেন্ট আয়োজন শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেই ধারাবাহিকতায় এবারের আইপিএল আসরের মধ্যেই অনুষ্ঠিত হবে ‘উইম্যান টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। এবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল। আর সেই তিনদলের এক দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম। বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

প্রতি দলেই ৪জন করে বিদেশি ক্রিকেটার রয়েছে। জাহানারা খেলবেন ‘টিম ভেলোসিটির’ হয়ে। সেই দলের নেতৃত্বে আছেন ভারতের কিংবদন্তী নারী ক্রিকেটার মিতালি রাজ। টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দুই দল হল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেইলব্লেজার্স এবং হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন সুপারনোভাস।

আগামী ৬ মে পর্দা উঠবে এই আসরের এবং পরদা নামবে ১১ মে। জাহানারার দল ভেলোসিটি নিজেদের ম্যাচ দুটি খেলবে ৮ ও ৯ মে।