ফর্মহীন ক্রিকেটারদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে মুখ খুললেন সুজন

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের।

আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৮ই এপ্রিল বাংলাদেশ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বলেই জানা গেছে। এদিকে বিশ্বকাপের স্কোয়াডে খুব একটা চমক থাকবে না বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

যার মানে পুরনো খেলোয়াড়রাই জায়গা পাবেন বিশ্বকাপ দলে। তবে পুরনো খেলোয়াড়দের বেশির ভাগই ফর্মহীনতায় ভুগছেন। তবে খেলোয়াড়দের ফর্মহীনতায় কোনো দুশ্চিন্তা নেই বোর্ড পরিচালক ও ডিপিএলে আবাহনী লিমিটেডের কোচ খালেদ মাহমুদ সুজনের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে ম্যাচে পারফর্ম করছে না, ফর্মে নাই। আমি মনে করি না দুশ্চিন্তা করার প্রয়োজন আছে। ন্যাশনাল টিমে যারা খেলছে তাদের নিয়ে আমাদের সন্দেহ নেই। তারা সবাই ভালো খেলোয়াড়। তারপরও কন্ডিশন অভিজ্ঞতা এসব বিবেচনা করেই দল করা হবে।’