ফায়ার সার্ভিসের জন্য বিশেষ হেলিকপ্টার কেনা হবে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আগুন লাগার ঘটনা ঘটছে বেশি। আর এই সময়ে ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি না থাকায় বেশ সমালোচনা হচ্ছে চারদিকে। তার মধ্যেই এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে। এই হেলিকপ্টার দিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ দুটোই একসঙ্গে করা যাবে।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হবে। এটা দিয়ে আগুন নিয়ন্ত্রন এবং উদ্ধার দুইটাই করা যাবে।

মন্ত্রী আরও বলেন, ফায়ার সির্ভিসকে আরও আধুনিকায়ন করা হবে। ফায়ার সার্ভিসে কিছু বৈষম্য রয়েছে, এটাও ঠিক করার কাজ অব্যাহত রয়েছে। তাদের এখন ঝুঁকি ভাতাও দেয়া হচ্ছে।