ফিফা র‍্যাংকিংয়ে সেরা দশে পরিবর্তন

নতুন করে ফিফা র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। আর প্রকাশিত র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশের। চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৮ নম্বরে।

ফিফা র‍্যাংকিংয়ে পরিবর্তন এসেছে শীর্ষ দশে। পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার অবনতি হয়েছে। পর্তুগাল ৬ থেকে সাতে এবং ক্রোয়েশিয়া ৪ থেকে পাঁচে চলে গেছে।

যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স এবং তৃতীয় স্থানে আছে ব্রাজিল। পাঁচ থেকে চারে উঠেছে ইংল্যান্ড। ৬ নম্বরে আছে উরুগুয়ে। তারা সাত থেকে ৬ এ উঠেছে।

এছাড়া আটে আছে সুইজারল্যান্ড, নয় নম্বরে আছে স্পেন এবং ১০ নম্বরে আছে ডেনমার্ক।

আর্জেন্টিনা আছে ১১ নম্বরেই। দুই ধাপ পিছিয়ে চিলি আছে ১৫ নম্বরে। দুই ধাপ পিছিয়ে নেদারল্যান্ড আছে ১৬ নম্বরে। তিন ধাপ এগিয়েছে জার্মানী। ১৩ নম্বরে আছে তারা।