ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয়করা পাঁচ খেলোয়াড়

বিশ্বের বিভিন্ন ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান বার্সালোনা সুপারস্টার লিওনেল মেসি। তার বেতন প্রায় ৫০ মিলিয়ন ইউরো বা তার কাছাকাছি। দ্বিতীয় স্থানে আছেন নেইমার। তার বেতন ৩৬ মিলিয়ন। আর তৃতীয় স্থানে আছেন রোনালদো। তার বেতন ৩০ মিলিয়ন ইউরো।

এদিকে শুধু মাত্র বেতন নয়, সব মিলিয়ে আয়ের দিক থেকেও সবার উপরে লিওনেল মেসি। তার আয় ১৩০ মিলিয়ন ইউরো।

দুই্ নম্বরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আয় ১১৩ মিলিয়ন ইউরো। তিনে থাকা নেইমারের আয় ৯১.৫ মিলিয়ন ইউরো। চারে থাকা গ্রীজম্যানের আয় ৪৪.৫ মিলিয়ন ইউরো। পাঁচে থাকা গ্যারেথ বেলের আয় ৪০.২ মিলিয়ন ইউরো।

কোচের মধ্যে সবচেয়ে বেশি আয় অ্যাতলেটিকো মাদ্রিদ তারকা সিমিওনের। তার আয় ৪১.২ মিলিয়ন ইউরো।

দুইয়ে আছেন মরিনহো। তার আয় ৩১ মিলিয়ন ইউরো। থিয়েরি হেনরির আয় ২৫.৫ মিলিয়ন ইউরো। চারে থাকা গার্দিওলার আয় ২৪.১ মিলিয়ন ইউরো। ৫ এ থাকা ভালভার্দের আয় ২৩ মিলিয়ন ইউরো।