ফের শ্রীলঙ্কায় গির্জার বাইরে বিস্ফোরণ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গির্জার বাইরে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনি একটি ভিডিও ফুটেজ গার্ডিয়ানের এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

এ সময় দেখা যায় আতঙ্কে লোকজন ছোটাছুটি করছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এমন একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওটি আপলোডের সময় দেখানো হচ্ছে আজ বিকাল ৩টার সময়।

এ ব্যাপারে গার্ডিয়ানের সাংবাদিক বলেন, এটি একটি ‘ছোট বিস্ফোরণ’।

এর আগে গতকাল রবিবার শ্রীলঙ্কার কলম্বোতে ইস্টার সানডে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সিরিজ বোমা হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।

এদিকে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর দিয়েছে।

গতকাল রবিবার ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি।