বর্ষসেরা পুরস্কার পেলেন তামিম

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গত এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে তামিমের সেই এক হাতে ব্যাটিংয়ের কথা টাইগার ক্রিকেটপ্রেমী হয়তো কোন দিনও ভুলতে পারবে না।

ওই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে ফিরে যান তামিম।

এরপর জানা যায়, এশিয়া কাপই শেষ তামিমের। কিন্তু তখনও করো ধারণা ছিল না সামনে কত বড় চমক আসতে যাচ্ছে। দলের প্রয়োজনে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন মাঠে নামলেন সবার চোখে অবিশ্বাসের ছায়া। এ সময় এক হাতে ব্যাট করে বিরল নজির গড়েন টাইগার ওপেনার তামিম ইকবাল।

এদিকে খেলার মাঠে এমন দেশাত্মবোধের প্রকাশে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পপুলার চয়েজ এ বিজয়ী হয়েছেন তামিম ইকবাল।

আজ ৬ এপ্রিল শনিবার ২০১৯ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তবে পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তামিমের এই পুরস্কারটি গ্রহন করেছেন বিসিবি’র পরিচালক জালাল ইউনুস।