বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি সৌম্যর

সব রেকর্ড চুরমার করে দিয়েছেন সৌম্য সরকার। মহাগুরুত্বপূর্ন ম্যাচে এসে ইতিহাস গড়া এক ইনিংসই খেললেন তিনি। আর তার ইতিহাস গড়া ইনিংসে ভর করে শিরোপা জিতে নিয়েছে সৌম্য সরকার।

বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে লিষ্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। শুধু লিষ্ট এ নয়, বাংলাদেশের ইতিহাসে ৫০ ওভারের ক্রিকেটে কোন বাংলাদেশি হিসেবে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।

এই ডাবল সেঞ্চুরি করার পথে সৌম্য সরকার ছক্কা মারেন ১৬টি যা লিষ্ট এ ক্রিকেটে রেকর্ড। এক ম্যাচে কোন ব্যাটসম্যানই আর এত গুলো ছক্কা মারতে পারেনি বাংলাদেশের ঘরোয়া লিগে।

নিজে অপরাজিত থাকেন ১৫৩ বলে ২০৮ রান করে।

সৌম্যর এমন ব্যাটিংয়ে আড়ালে পড়ে গেছে জহুরুল ইসলামের সেঞ্চুরি। সৌম্যর সাথে ওপেনিংয়ে নামা জহুরুল ১২৮ বলে ১০০ রান করে জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন। এই দুই তারকার ব্যাটে শেখ জামালের দেয়া ৩১৮ রানের টার্গেট ৪৭.১ ওভারেই টপকে যায় আবহানী।

এদিকে এই জয়ের ফলে আবহানী নিশ্চিত করেছে শিরোপা। অন্য আরেক ম্যাচে রুপগঞ্জও হারায় প্রাইম ব্যাংককে। ফলে দুই দলেরই সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে আবহানী।