বাংলাদেশের বিশ্বকাপ জার্সির বর্ণনা দিলেন আনোয়ার আহমেদ

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপে বাংলাদেশ কেমন জার্সি পরে খেলবে সেটা নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই।

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রায় তৈরি হয়ে গেছে বলেই জানিয়েছেন ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের’ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার আহমেদ সেন্টু। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি কেমন হবে সেটার বর্ণনাও দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিকল্পনা ছিল ১৯৯৯ বিশ্বকাপের জার্সিকে মাথায় রেখে কিছু করার। আমাদের লাল জার্সিতে কিছুটা ভিন্টেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি লক্ষ্য করেন, ১৯৯৯ বিশ্বকাপ জার্সিতে (বাংলাদেশ) মাঝখানে হলুদ একটা প্যাচ ছিল। আমাদের এই জার্সিতে তেমন কিছু একটা থাকবে। সবুজ রঙের প্যাচ থাকবে। মূলত সবুজ রঙকে প্রাধান্য দিয়ে রেডিয়ান্ট করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিসিবির লোগোতেও একধরণের ভিন্নতা আনার চেষ্টা করেছি। ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের যে লোগোটা, সেটার আদৌলতেই করা হয়েছে এবং সেটায় ত্রিডি লুক থাকবে।’