বাংলাদেশের বিশ্বকাপ দলে সাইফউদ্দিন

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

একই সঙ্গে আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্যও দল ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে দলের পেস আক্রমণ নিয়ে কথা বলার সময় পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বিশ্বকাপ স্কোয়াডে থাকার নিশ্চয়তাও উঠে আসে পাপনের কণ্ঠে।

তিনি বলেন, ‘অভিজ্ঞতা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেই। তবে ফর্মও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পজিশনও খুব ইম্পরট্যান্ট। আমাদের সমস্যা হল একটা পজিশনে অনেকগুলো অপশন আছে।’

তিনি আরো বলেন, ‘আবার আরেকটা জায়গায় এত অপশনই নেই। পেস বোলিংয়ে আহামরি অপশন নেই। রুবেল, মোস্তাফিজ, মাশরাফি, সাইফউদ্দিন যাচ্ছে।’