বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন তামিম

অনেকটা হুট করেই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি। যিনি কিনা এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি।

এছাড়াও দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে দলে জায়গা পাননি ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। তবে বাংলাদেশের দল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত চার বছর ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। ২০১৫ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। যদিও এবারের বিশ্বকাপে চ্যালেঞ্জিং ফরম্যাট। তবে আমরা যথেষ্ট আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘আমি খেলার কোনো গোল সেট করতে পছন্দ করি না। বিশ্বকাপে কোনো দলই শুধু অংশগ্রহণের জন্য যায় না, সবাই জেতার জন্যই যায়। আমরাও যাবো জেতার জন্য। টিমের সবাই মিলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চেষ্টা করবো।’