‘বাংলাদেশ এখন আর ছোট দল নয়’

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। প্রত্যেক দলই একে অপরের মুখোমুখি হবে। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ৯টি ম্যাচ খেলবে।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে ৯ ম্যাচের মধ্যে কমপক্ষে ৫টি ম্যাচ জিততে হবে বাংলাদেশের। শীর্ষে থাকা চারদল খেলবে সেমিফাইনালে। এদিকে বিশ্বকাপে বাংলাদেশ ৯ ম্যাচের ধকল সামলাতে পারবে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে।

কিন্তু বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম জানিয়ে দিলেন, বাংলাদেশ এখন আর ছোট দল নয়। তাই এসব নিয়ে ভাবা উচিৎ নয় বলেই জানিয়েছেন মুশফিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে কখনো আমরা শক্ত গ্রুপে পড়লে ভাবতাম এই গ্রুপে না পড়ে ঐ গ্রুপে পড়লে ভালো হত। ২০০৭ এ কিন্তু ভারতকে হারিয়েই আমরা পরের রাউন্ডে কোয়ালিফাই করেছিলাম। কখনো সহজ গ্রুপে পড়েও ভালো করা যায় না।’

তিনি আরো বলেন, ‘এটা কঠিন ফরম্যাট, কিন্তু প্রত্যেকটা দলই একই সুযোগ পাবে। যে ভালো খেলবে, সে-ই জিতবে। বাংলাদেশ অন্য ছোট দলের মত নয় যে সহজ গ্রুপে পড়লে ভালো ছিল এমন ভাবতে হবে।’