বাংলাদেশ দলের চার তারকার চতুর্থ বিশ্বকাপ

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্বকাপ দিয়ে চতুর্থ বিশ্বকাপে নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশের তার তারকা ক্রিকেটার।

তারা হলেন-মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হয়নি মাশরাফির। সেবার খেলতে পারলে পাঁচটি বিশ্বকাপ খেলা হয়ে যেত মাশরাফির।

২০০৩, ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাশরাফি। ইংল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়কত্ব পালন করবেন মাশরাফি।

অন্যদিকে ২০০৭ বিশ্বকাপ দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু হয় মুশফিক, সাকিব ও তামিমের। ২০০৭, ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলেছেন তারা। ২০১৯ বিশ্বকাপ হবে তাদের চতুর্থ বিশ্বকাপ। অন্যদিকে ২০১১ বিশ্বকাপ ছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের প্রথম বিশ্বকাপ।