বাটলারের সেই মন্তব্যের কড়া জবাব দিলেন অশ্বিন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ ম্যাচে এক বিতর্কের জন্ম দেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে ‘ম্যানকাড’ আউটের ফাঁদে ফেলে সাঝঘরে পাঠান তিনি।

আর অশ্বিনের এমন কাণ্ডে সমালোচনা কম হয়নি। বিশ্ব ক্রিকেটের সাবেক ক্রিকেটাররাসহ আরো অনেকেই অশ্বিনের সমালোচনা করেন। এই ঘটনার ৯ দিন পর মুখ খুলেন বাটলার। তিনি অশ্বিনের চেয়ে বেশি আম্পায়ারকেই দোষারোপ করেন।

তিনি বলেন, ‘আপনি যদি ভিডিও ফুটেজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আউটের সিদ্ধান্তটা ভুল ছিলো। কারণ অশ্বিন যখন বল ছাড়ার মুহূর্তে ছিলেন, তখন আমি আমার পপিং ক্রিজের ভেতরেই ছিলাম।’

এদিকে বাটলারের কথা মানতে নারাজ অশ্বিন। এমনকি বাটলারকে কঠিন জবাবও দিয়েছেন অশ্বিন। তিনি বলেন, ‘অনেকেই তর্কে মেতেছেন যে আমি বাটলারের পপিং ক্রিজ ছেড়ে বের হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তারা এটাই বোঝার চেষ্টা করছে না যে আমি পপিং ক্রিজে ঢোকার আগেই বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিল। তাই আমি থেমে স্টাম্পের বেলস উপড়ে দেই। এতে আমার ভুল কিছু মনে হয়নি।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আমরা বারবার তর্ক করে যেতে পারবো। তবে মানুষ যেভাবে সমালোচনা করছে, বিশেষজ্ঞরা যেভাবে নেতিবাচক আলোচনা করছে তা মোটেও ঠিক হচ্ছে না। এতে করে পরবর্তীতে কোনো বোলার আর ম্যানকাড আউট করবে কি-না আমার সন্দেহ হয়।’