বার্সালোনা কি হতাশ হবে?

বার্সালোনাতে খুব বেশি সুযোগ পাচ্ছিলেন না জেরার্ড দেলোফেউ। যার কারণে অনেকটা জোর করেই বার্সালোনা ছেড়ে ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে চলে গিয়েছিলেন জেরার্ড দেলোফেউ। সেখানে গিয়ে নিজেকে মেলে ধরেন তিনি। আর সেই ফরোয়ার্ডের জোড়া গোলেই এবার এফএ কাপের ফাইনালে উঠল তার দল।

সেমিফাইনালে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়াটফোর্ড। ম্যাচে ৩৬ মিনিটে ম্যাট ডোহার্টির গোলে এগিয়ে যায় উলভারহ্যাম্পটন। ৬২ মিনিটে ব্যবধান ২-০ করে রাউল জিমনেজ।

কিন্তু শেষ ১১ মিনিটে হিসাব পাল্টে যায়। ৭৯ মিনিটে দেলোফেউ এর গোলে প্রথম ব্যবধান কমায় ওয়াটফোর্ড। আর ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে ট্রয় ডিনি ম্যাচে ২-২ গোলে সমতা নিয়ে আসেন।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৪ মিনিটের মাথায় দেলোফেউ এর দ্বিতীয় গোলে ফাইনাল নিশ্চিত করে ওয়াটফোর্ড।

বার্সালোনা এখন ফরোয়ার্ড লাইনে সুয়ারেজের ব্যাকআপ হিসেবে তারকা খুজছে। তবে গতরাতে দেলোফেউ এর পারফর্মেন্সের পর তারা আফসোস করতেই পারে।