বিএনপির অনেক নেতা এখন ঢাকায় রিকশা চালাচ্ছেন : মির্জা ফখরুল

আজ ২৮ এপ্রিল রবিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন, বিএনপির অনেক নেতা এখন ঢাকায় রিকশা চালাচ্ছেন ও হকারের কাজ করছেন।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুব ব্যক্তিগতভাবে জানি, আপনাদের অনেক সংবাদকর্মীর কাজ নেই। আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেক সংবাদকর্মী অত্যন্ত আর্থিক কষ্টে আছেন।’

তিনি বলেন, ‘এটাই হচ্ছে এখনকার রাষ্ট্রব্যবস্থা ও রাজনীতির পরিণতি। আমাদের বহু ছেলে আছেন যাঁরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপি করেন। তারা ঢাকায় রিকশা চালাচ্ছেন, হকারের কাজ করছেন এবং অনেকে কাজ না পেয়ে আত্মহত্যা করছেন। এটা বাস্তবতা।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা যেমন আপনাদের সমস্যা বুঝি। ঠিক একইভাবে আমাদের সমস্যাগুলো আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘সাংবাদিকেরা পত্রিকায় এক কলাম লিখে দিলেই আমার সারা জীবনের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। তার আগে আপনি আমার সঙ্গে কথা বলবেন। কিন্তু অনেকে কষ্ট করে সেটুকুও করেন না। বোঝার চেষ্টা করেন না। নিজের একটা ধারণা থেকে সেটা বলে দেন। এটা দল, রাজনীতি এবং দেশের যে অবস্থা, সে অবস্থার ক্ষতি করছে।’

এ সময় ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আজকে রাজনীতিটা হচ্ছে না। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা, ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর শেষ হয়েছে এবং অনেককে প্রাণও দিতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ‘ফ্যাসিবাদী’ সরকার রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে বিচারব্যবস্থা ও প্রশাসন দখল করে নিয়েছে। গণমাধ্যমের মালিকানা পুরোপুরিভাবে তারা নিয়ন্ত্রণ করছে এবং সংবাদমাধ্যমের যে সংগঠন, সেই সংগঠনকে বিভক্ত করে দিয়ে তারা সেখানেও পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’

এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ন্যায়ের জয় অবশ্যই হবে। অন্যায় পরাজিত হবে। সত্যের জয় হবেই। আর বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস এবং জনগণের সংগ্রামের যে ইতিহাস, সেটা কখনো ব্যর্থ হয়নি। জয়ী আমরা হবোই।’