বিদেশ ভ্রমণে জ্ঞান বাড়ে কিন্তু কাজে আসে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশ ভ্রমণে নলেজ হয় কিন্তু কাজে আসে না। কৃষিতে আমাদের উৎপাদনের ক্ষেত্র বড় করতে হবে। একটা টার্গেট নিয়ে লক্ষ্যমাত্রা পূরণে কাজ করতে হবে। আমরা ৩০ হাজার কোটি টাকার তেল আমদানি করি। ফলে বিপুল অংকের টাকা এ খাতে ব্যয় করতে হয়। ডাল, তেল ও মসলা ফসলের আবাদ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি একই সাথে আমদানি নির্ভরতা কমাতে কৃষিকে বাণিজ্যিকীকরণে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

যান্ত্রিকীকরণের দিকে নজর দিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষক যাতে ন্যায্যমূল্য পায় তার জন্য বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ড. মোঃ আব্দুল মুঈদ, প্রকল্পের মূল পরিচালক খায়রুল আলম প্রিন্স প্রমুখ।