বিশ্বকাপের আগে হঠাৎ ছুটিতে শোয়েব মালিক

ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। আগামী ৫ মে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুইদল। কিন্তু সেই ম্যাচে খেলা হচ্ছে না পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের।

তবে শুধু টি-টোয়েন্টি ম্যাচ নয় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেলা হচ্ছে না মালিকের। মূলত ব্যক্তিগত কারণে ১০ দিনের ছুটি চেয়েছিলেন মালিক। তার ছুটি মঞ্জুর করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।

এ প্রসঙ্গে এক বার্তায় বলা হয়েছে, ‘পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ব্যক্তিগত প্রয়োজনে শোয়েব মালিকের চাওয়া ১০ দিনের ছুটি মঞ্জুর করেছে। যাতে করে সে দেশে ফিরে গিয়ে তার সমস্যার সমাধান করতে পারে।’

সেখানে আরো বলা হয়েছে, ‘দশদিনের মাথায় সে আবার পাকিস্তান দলে যোগ দিবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। কারণ, বোর্ড সবার কাছ থেকে শোয়েব মালিকের গোপনীয়তার বিষয়ে সম্মান প্রত্যাশা করছে।’

যার মানে আগামী ১১ মে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন মালিক।