বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এবারের ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ১০ দল।

চলতি মাসেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে দলগুলো। তবে এরই মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এদিকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই তালিকায় জায়গা পাননি উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল, বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও ওপেনার আহমেদ শেহজাদ।

পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডঃ সরফরাজ আহমেদ, আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শিনওয়ারি এবং ইয়াসির শাহ।