বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল আফগানিস্তান

চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এবারের ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ১০ দল।

চলতি মাসেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে দলগুলো। তবে এরই মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এদিকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

দলে বড় কোনো চমক নেই। তবে চমক হল অধিনায়কত্ব। হঠাৎ করেই তিন ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রায় চার বছর ধরে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব পালন করা আসগর আফগানকে হঠাৎ করেই সরিয়ে দেয়া হয়েছে তিন সংস্করণের নেতৃত্ব থেকেই। ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে গুলবাদিন নাইবকে।

আফগানিস্তান প্রাথমিক স্কোয়াডঃ গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান (সহ অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, আসগর আফগান, হযরতউল্লাহ জাজাই, উসমান গণি, হাসমতউল্লাহ শহিদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবউল্লাহ জাদরান, দারউইশ রসুলি, মুজিব উর রহমান, শফিকুল্লাহ শাফাক, দৌলত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, করিম জানাত, কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ, সৈয়দ শিরজাদ।