বিশ্বকাপের ফাইনালের দুই দল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন গিলেস্পি

চলতি বছরের ৩০ মে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের ফেভারিট দলের নাম জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। বিশ্বকাপে ফেভারিট হিসেবে শুধু স্বাগতিক ইংল্যান্ডকেই দেখছেন তিনি।

নিজ দেশ অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসেবে মানছেন না তিনি। বরং তাদেরকে ‘ডার্ক হর্স’ হিসেবেই দেখছেন তিনি। একইসঙ্গে বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দল খেলবে তা নিয়েও ভবিষ্যৎবাণী করেছেন গিলেস্পি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে গিলেস্পি বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলেরই এ ব্যাপারে ধারণা আছে যে অস্ট্রেলিয়া জানে কীভাবে বিশ্বকাপ জিততে হয়। এই জিনিসটা সব দলের মাথায় কাজ করবে যে, তারা ফেবারিট না হলেও জানে যে কীভাবে বিশ্বকাপ জেতা সম্ভব। তাই আমার মতে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া অনেকটাই ডার্ক হর্স হয়ে থাকবে। এবং আমি তাদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডে খেলতে গিয়ে উচ্চাশা দমন করাই ভালো। তবে ব্যক্তিগতভাবে স্বার্থপরের মতো মতে বলতে হয়ে লর্ডসের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ফাইনাল দেখতে পারা হবে অসাধারণ এক অনুভূতি।’