বিশ্বকাপে খেলতে পোলার্ডের আকুতি

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন উইন্ডিজ অলরাউন্ডার কাইরন পোলার্ড। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালান পোলার্ড। ৩১ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

বিদেশি লিগগুলোতে পোলার্ড খেলে বেড়ালেও দেশের জার্সিতে তাকে দেখা যায় না। বেশ কয়েকবার বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে জাতীয় দলের বাইরে আছেন তিনি। তবে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন পোলার্ড। মূলত উইন্ডিজ বোর্ডে পরিবর্তন হওয়ায় দলে ফেরার আশা রাখছেন পোলার্ড।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে এখন নির্বাচনের জন্য লোক আছে যাদের কাজ নির্বাচন করা। দেখা যাক পরিস্থিতি আসলে কী হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করি মাঠে যেয়ে যতটুকু সম্ভব স্কোর বোর্ডে রান তোলা। আমি এখন ৩১ বছরে, গেইল ৩৯ বছরেও দাপিয়ে বেড়াচ্ছে।’

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিলের মধ্যেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। তবে উইন্ডিজ দল কবে ঘোষণা করা হবে সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।