বিশ্বকাপে তাদের সাথে ম্যাচটিই আমার মতে সবচেয়ে বেশি উত্তেজনার ম্যাচ : মোসাদ্দেক

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের হয়ে খেলেছিলেন মোসাদ্দেক।

এরপর আগে দল জায়গা পাননি তিনি। মূলত চলতি ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করার কারণেই বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন তিনি। ডিপিএলে ১২ ম্যাচ খেলে ৪২৮ রান করেছেন মোসাদ্দেক। এদিকে আসন্ন বিশ্বকাপে একটি দলের বিপক্ষে খেলতেই মুখিয়ে আছেন মোসাদ্দেক।

আর সেই দল হল ভারত। এ প্রসঙ্গে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিশ্বকাপে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ভারতের সঙ্গে খেলা নিয়ে ছোটবেলা থেকেই অন্যরকম উত্তেজনা কাজ করে। আমার কাছে ভারতের সাথে ম্যাচ বেশি উত্তেজনার ম্যাচ মনে হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আমার জন্য অনুপ্রেরণার মত। যেহেতু আমার সেখানে খেলার অভিজ্ঞতা আছে।’