বিশ্বকাপে তারা সব দলের জন্য বড় হুমকি : লালচান রাজপুত

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। যার মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা ৮ এ থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। অন্যদিকে লড়াই করে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছে দুই দল। তারা হল- উইন্ডিজ ও আফগানিস্তান।

আর আসন্ন বিশ্বকাপে আফগানিস্তান সব দলের জন্য বড় হুমকি হবে বলেই মনে করছেন জিম্বাবুয়ের কোচ লালচান রাজপুত। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হিসেবে আছেন গুলবাদিন নাইব।

বিশ্বকাপে আফগানিস্তানের বড় কিছু দেখানোর ক্ষমতা আছে বলেই মন্তব্য করেছেন রাজপুত। তিনি বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক দারুণ। তাদের স্পিনাররা অসাধারণ। বিশ্বকাপে তারা সব দলের জন্য বড় হুমকি হতে যাচ্ছে। নিজেদের দিনে তারা যে কাউকেই হারিয়ে দিতে পারে।’

উল্লেখ্য, আগামী ১ জুল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে আফগানিস্তান।