বিশ্বকাপে প্রথম দল হিসাবে ইংল্যান্ডে উড়ে গেল পাকিস্তান

আগামী ৩০ মে ওয়েলস এন্ড ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। সে লক্ষ্যে প্রথম দল হিসেবে ইতোমধ্যে ইংল্যান্ডের বিমান ধরেছে পাকিস্তান৷

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৫ মে থেকে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ১ টি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সরফরাজরা। সেই টুর্নামেন্টের জন্যই রওয়ানা দিল পাকিস্তানিরা।

তাছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে বিশ্বকাপ মোডে ঢুকে পড়বে সরফরাজ-ফখররা। এরপর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩১ মে বিশ্বকাপের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।

এদিকে বিশ্বকাপে এবার নিজেদের আন্ডারডগ হিসেবে দেখতে চায় পাকিস্তান। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের উড়ান ধরার আগে পাক দলের অধিনায়ক সরফরাজ বলেন, ‘মাথার উপর ফেবারিট তকমা থাকলে, চাপে পড়তে হত। তার চেয়ে আন্ডারডগ হিসেবেই এবার বিশ্বকাপে আমরা অংশ নিতে চলেছি৷ সেটাই আমাদের চাপমুক্ত রাখব।’

সরফরাজ আরও বলেন, ‘টুর্নামেন্টের গ্রুপ পর্বে নয়টি ম্যাচ খেলতে হবে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচকেই তাই আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ হিসেবে দেখছি।’

পাকিস্তানের বিশ্বকাপ দলঃ মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, আবিদ আলী, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।