বিশ্বকাপে বাংলাদেশের নয় ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যারা

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে দশদল।

সবগুলো দলই একে অপরের বিপক্ষে মাঠে নামবে। সেই ধারাবাহিকতায় গ্রুপ পর্বে ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে।

একনজরে বাংলাদেশের ৯ ম্যাচে আম্পায়ারের দায়িত্বে কারা থাকবেন তা দেখে নিন-

১। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

অন ফিল্ড আম্পায়ার : জো উইলসন ও পল রাইফেল

টিভি আম্পায়ার : কুমার ধর্মসেনা

২। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

অন ফিল্ড আম্পায়ার : পল রাইফেল ও ব্রুস অক্সিনফোর্ড

টিভি আম্পায়ার : জো উইলসন

৩। বাংলাদেশ বনাম ইংল্যান্ড

অন ফিল্ড আম্পায়ার : জো উইলসন ও কুমার ধর্মসেনা

টিভি আম্পায়ার : ব্রুস অক্সিনফোর্ড

৪। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

অন ফিল্ড আম্পায়ার : রিচার্ড ইলিংউরথ ও রিচার্ড কেটেলবারা

টিভি আম্পায়ার : আলিম দার

৫। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

অন ফিল্ড আম্পায়ার : রড টাকার ও এস রাবি

টিভি আম্পায়ার : পল উইলসন

৬। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

অন ফিল্ড আম্পায়ার : রিচার্ড কেটেলবারা ও মাইকেল গহ

টিভি আম্পায়ার : রিচার্ড ইলিংউরথ

৭। বাংলাদেশ বনাম আফগানিস্তান

অন ফিল্ড আম্পায়ার : মাইকেল গহ ও রিচার্ড কেটেলবারাহ

টিভি আম্পায়ার : আলিম দার

৮। বাংলাদেশ বনাম ভারত

অন ফিল্ড আম্পায়ার : রুচিরা পালিয়াগুরুগে ও মারাইস ইরাসমাস

টিভি আম্পায়ার : আলিম দার

৯। বাংলাদেশ বনাম পাকিস্তান

অন ফিল্ড আম্পায়ার : মাইকেল গহ ও রিচার্ড কেটেলবারাহ

টিভি আম্পায়ার : রিচার্ড ইলিংউরথ

উল্লেখ্য, আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ দল।